শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরা: মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মিছিলে শহর কাঁপাল সিআইটিইউ

ত্রিপুরা নিউজ ডেস্ক: কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জিনিসপত্রের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। এমনই দাবি করেন সিআইটিইউ রাজ্য সম্পাদক মানিক দে। বৃহস্পতিবার এক বিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানীর অফিসলেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তর থেকে পরিবহন শ্রমিকদের সংগঠনগুলোর পক্ষ থেকে পরিবহন কমিশনারের নিকট ১৩দফা দাবি সম্বলিত এক দাবি সনদ পেশ করা হয়েছে।

এদিন শহরের বুকে বিশাল লাল ঢেউ আছড়ে পড়েছে। মূলত, পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যই এই দাবি সনদ পেশ করা হয়েছে। এদিন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে হাটতে দেখা গেছে মিছিলের সমর্থকদের। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, পেট্রোল ডিজেল এবং গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি বন্ধ করতে হবে। বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। শ্রমিক স্বার্থে স্বাধীনতার পর এখনো পর্যন্ত জাতীয় ক্ষেত্রে কোন পরিবহন নীতি ঘোষিত হয়নি বলে অভিযোগ সিআইটিইউর নেতৃত্বদের। অবিলম্বে কেন্দ্রকে পরিবহন শিল্পের ক্ষেত্রে জাতীয় নীতি ঘোষণা করতে হবে বলে দাবি জানানো হয়েছে এদিন।

এছাড়াও সকল স্তরের পরিবহন শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১০০০ টাকা দেওয়ার দাবি জানানো হয়েছে। যানবাহনের সঙ্গে যুক্ত সকল ধরনের শ্রমিকদের সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনারও উল্লেখ করা হয়েছে এদিনের এই দাবি সনদে। এছাড়াও আরও বেশ কিছু শ্রমিকস্বার্থ সম্বলিত দাবি নিয়ে সরব হয়েছে এদিন সিআইটিইউ। এদিনের এই গন ডেপুটেশন থেকে সকল অংশের শ্রমিকদের এগিয়ে এসে দাবি আদায়ের লড়াইকে আরো তীব্র করতে ডাক দেন মানিক বাবু।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *