শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ভোট কর্মীদের নিয়ে আগরতলায় বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত

ত্রিপুরা নিউজ ডেস্ক: আগামি ২৩ জুন ত্রিপুরা রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচন। এই উপনির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তৎপর নির্বাচন কমিশন। তাই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। উপনির্বাচনে ভোটগ্রহণের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের নিয়ে রবিবার এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আগরতলায়।

রাজধানীর শিশু বিহার স্কুলে আয়োজিত এই শিবিরে উপস্থিত ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেন সদর মহকুমা শাসক তথা উপনির্বাচনের রিটার্নিং অফিসার অসীম সাহা। এদিনের এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে অসীম সাহা বলেন, ২৩ জুন সদর মহকুমার অন্তর্গত ৬নং আগরতলা বিধানসভা কেন্দ্র এবং ৮ নং টাউন বড়দোয়ারী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেদিন ভোটগ্রহণের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীরা যাতে নির্ভুল এবং সুষ্ঠুভাবে ভোটারদের ভোট ইভিএম এর মধ্যে নিতে পারেন তাই তাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে ভোট গ্রহণকারী কর্মীদের ইভিএম বিপি প্যাড পরিচালনা করার প্রশিক্ষণ হাতে কলমে দেওয়া হয়েছে। মূলত ইলেকট্রনিক্স যন্ত্রগুলি ভোট গ্রহণ কেন্দ্রে প্রতিস্থাপন করা থেকে শুরু করে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কিভাবে এগুলোকে সিলগালা করতে হবে এবং সবশেষে প্যাকিং করে আবার স্ট্রং রুমে নিয়ে আসতে হবে এই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পাশাপাশি ভোটগ্রহণের কাজে নিয়োজিত এক এক জন কর্মীর আলাদা আলাদা দায়িত্ব থাকে এই দায়িত্বগুলি কিভাবে সম্পন্ন করতে হবে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে শিবিরে। এদিন দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এর আগে গত ৮ জুন প্রথম পর্যায়ে প্রশিক্ষণ হয়েছিল। ছোট ছোট টিম করে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *