শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ডেপুটেশন দিল চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক

ত্রিপুরা নিউজ ডেস্ক: নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন ত্রিপুরা রাজ্যের চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকরা। এই দাবিতে তাঁরা সোমবার পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেয়। এদিন দুপুরে ১০,৩২৩ এর এক প্রতিনিধি দল আগরতলার আখাউড়া রোড এলাকার ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে সামনে জড়ো হন এবং সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে মিলিত হয়ে তাঁদের দাবি সনদ তুলে দেন।

এই সকল চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের নেত্রী ডালিয়া দাস ক্ষোভের সঙ্গে বলেন, সম্প্রতি ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে এই সকল চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে। একাংশ দূরত্বের দল রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের একাধিক সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে। নষ্ট করে দিয়েছে বাড়ি ঘরের জিনিসপত্র। এমনকি তাদের উপর প্রাণঘাতি হামলাও চালানো হচ্ছে বলে অভিযোগ।

হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় এই সকল শিক্ষক-শিক্ষিকারা চরম আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। কি করে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকবেন, এই লড়াই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষগুলির উপর এভাবে প্রাণঘাতী হামলা চালানো এবং সম্পত্তি নষ্ট করার ফলে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই এ সকল চাকুরী হারানো শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তার আহ্বান নিয়ে এদিন তাঁরা পশ্চিম জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *