ত্রিপুরা নিউজ ডেস্ক: বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে সাংবাদিক সংবাদ মাধ্যমের অফিস, এমনকি সাংবাদিকদের সংগঠনের অফিসে আক্রমণ করা যেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আবারো রক্তাক্ত হলেন সাংবাদিক, এবার খোদ খোদ রাজধানী আগরতলা শহরে।
আগরতলা থেকে প্রকাশিত একটি প্রভাতী দৈনিক পত্রিকার এক সাংবাদিক তাপস দাস প্রতিদিনের মতো কাজ শেষে রবিবার রাত্রিবেলা বাড়ি ফেরার পথে আক্রান্ত হন দুষ্কৃতীদের দ্বারা। তিনি যখন বাইসাইকেলে চেপে রাজধানীর শকুন্তলা রোড এলাকার অফিস থেকে ইন্দ্রনগরের ভাড়াবাড়িতে ফেরার পথে তোর বাইকে থাকা কয়েকজন দুষ্কৃতী তার ওপর প্রাণঘাঁতি আক্রমণ চালায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাপস দাস আগরতলার জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি রয়েছে। দুষ্কৃতির দল লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই হাত ভেঙ্গে দিয়েছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে।
এই ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি কথা বলেন আহত সাংবাদিকের সঙ্গে। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাংবাদিকের উপর পরপর আক্রমণের ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা জানান। বলেন সবকিছু সীমার বাইরে চলে যাচ্ছে। যারা ক্ষমতায় রয়েছেন তারা যদি মনে করেন যে এইসব করে ক্ষমতায় টিকে থাকবেন তাহলে কিন্তু তা বেশি দিন চলবে না।
এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। আহত সাংবাদিক তাপস দাস ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা ওয়াকিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য। সংগঠনের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক দেওয়ার দাবিও করা হয়েছে।