শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্লাটার ও প্লাতিনি

ক্রীড়া ডেস্ক: ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার ও সহ-সভাপতি মিশেল প্লাতিনি জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের ফেডারেল ক্রিমিনাল কোর্ট তাদের নির্দোষ ঘোষণা করে।

২০১১ সালে ব্লাটার ১.৬ মিলিয়ন পাউন্ড প্লাতিনির অ্যাকাউন্টে পাঠান। এটা নিয়েই তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে এবং মামলা হয়। অবশ্য তখন তারা দুজন নিজেদের নির্দোষ দাবি করেন এবং তারা যে কোনো অন্যায় করেননি সেটা বলেন। এরপর এই ঘটনার জের ধরে ২০১৫ সালে ব্লাটার ও প্লাতিনিকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়।

অবশেষে সেই কলঙ্ক থেকে মুক্তি পেলেন তারা দুজন।

শুক্রবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে ব্লাটার বলেন, ‘আমি হয়তো নিষ্পাপ নই আমার জীবনে। কিন্তু এই ঘটনায় আমি নির্দোষ।’

প্লাতিনি বলেছেন, ‘৭ বছরের মিথ্যা মামলায় অবশেষে আমি সুবিচার পেয়েছি। আমি আমার পরিবার, বন্ধু-বন্ধব ও কাছের মানুষের সঙ্গে এই আনন্দ উদযাপন করতে চাই। বিচার চলাকালিনই এই ঘটনার সত্যতা সামনে আসে। আমি ট্রাইবুনালের বিচারকদের ধন্যবাদ দিতে চাই। তারা নিরপেক্ষ সিদ্ধান্ত দিয়েছেন। আমি সব সময় বলে এসেছে— আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমি প্রথম জয় পেলাম।’

জানা যায়, ব্লাটার যে ১.৬ মিলিয়ন পাউন্ড প্লাতিনিকে পাঠিয়েছিলেন সেটা ছিল তার বকেয়া বেতন।

সাবেক ফরাসি ফুটবলার প্লাতিনির রয়েছে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তিনি তিন-তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন। ১৯৮৪ সালে তার নেতৃত্বে ফ্রান্স ইউরো জিতেছিল। ১৯৮৫ সালে জুভেন্টাসকে ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন তিনি।

এরপর তিনি ফ্রান্স জাতীয় দলের কোচ হন। আর ২০০৭ সালে হন উয়েফার সভাপতি। ফুটবল সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি সফলতা দেখান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *