শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় মাত্র ১২ দিনের জ্বালানি তেল মজুদ আছে জানালেন মন্ত্রী মনোজকান্তি দেব

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যে বর্তমানে ১২দিনের জ্বালানি তেল মজুদ আছে, তাই পেট্রোলের জন্য চিন্তা করার কিছু নেই বলে জানিয়েছেন খাদ্য এবং জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেব। সেইসঙ্গে তিনি আরো জানান অসমের গৌহাটি থেকে নিয়মিত ভাবে পেট্রোল ডিজেল রাজ্যে আসছে। গত ক’দিন ধরে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাসহ অন্যান্য কয়েকটি জেলার জ্বালানি তেল ফিলিং স্টেশন গুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে পেট্রোল চালিত ছোট গাড়ি মোটর বাইক স্কুটি ইত্যাদির দীর্ঘ বেশী। আবার কিছু কিছু ফিলিং স্টেশনের পেট্রোল নেই বোর্ড ঝুলিয়ে রাখতে দেখা যায়। তা দেখে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন বাইক স্কুটার এবং ছোট যানবাহন ব্যবহারকারী মানুষ। এমন একটা দৃশ্য যখন গোটা রাজধানীসহ রাজ্যের বিভিন্ন এলাকায়, তখন হঠাৎ করেই সাধারণ মানুষের মনে উৎকণ্ঠা আরও বাড়িয়ে দেয় ত্রিপুরার ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের একটি বিজ্ঞপ্তি। সংস্থার এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৮ আগস্ট সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের যান-বাহনের সিএনজি সরবরাহ বন্ধ থাকবে। মূলত গ্যাস সরবরাহকারী যন্ত্রপাতির মেরামতির জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

এর জেরে যাত্রীবাহী ছোট যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তাই তারা অন্য সব কাজ ফেলে মোটরবাইক এবং গাড়ি নিয়ে ফিলিংস স্টেশনগুলোতে ভিড় জমাতে থাকেন। ফলে পেট্রোলের জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। এই বিষয়ে ত্রিপুরা সরকারের খাদ্য এবং জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেবকে বৃহস্পতিবার জিজ্ঞাসা করা হলে, তিনি স্পষ্ট জানিয়ে দেন রাজ্যে এই মুহূর্তে পেট্রোল ডিজেল যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। বর্তমানে ১২দিনের জ্বালানি তেল মজুদ রয়েছে। তিনি আরো বলেন বর্তমানে আসাম-আগরতলা জাতীয় সড়কের সম্প্রসারনের কাজ চলছে।

ভারী বৃষ্টির জন্য আমবাসা এলাকায় জাতীয় সড়কে কাদা জমার ফলে গত দুই দিন এই রাস্তায় যানবাহন চলাচল করতে পারেনি। এর ফলে ওই এলাকায় পেট্রোল নিয়ে আসার ট্রাক আটকে রয়েছে। তাই রাজধানীর কয়েকটি পাম্পে সাময়িক সময়ের জন্য পেট্রোল ছিল না। এর জেরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল নেওয়ার প্রায়োজন নেই । তাছাড়া সড়ক এবং রেলপথ স্বাভাবিক রয়েছে। ফলে স্বাভাবিক ছন্দে বহি রাজ্য থেকে জ্বালানি তেল আসছে। এদিকে বৃহস্পতিবার রাজ্যের আগরতলায় বেশ কিছু ফিলিং স্টেশনে পেট্রোলের ট্যাঙ্কার এসেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *