ত্রিপুরা নিউজ ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম শহীদ ভারতীয় সেনা জওয়ান অ্যালবার্ট এক্কাসহ এই যুদ্ধে শহীদ অন্যান্য ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে আগরতলায় নির্মিত পার্ক ঘুরে দেখলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ।
শনিবার(২০অগাস্ট) তিনি প্রথমে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । এরপর মেয়র এবং অন্যান্য কর্মকর্তারা সহকারী হাই কমিশনারকে নিয়ে যান রাজধানীর লিচুবাগান এলাকার মুক্তিযুদ্ধ পার্কে।
সেখানে উপস্থিত সকলের সঙ্গে পার্কটি ঘুরে দেখেন এবং শহীদ বেদীতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে অভিমত ব্যক্ত করতে গিয়ে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন, এখানে এসে ভারতের সেই সকল শহীদদের কথা স্মরণ করছেন যারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন।
যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন মুক্তিযুদ্ধের জন্য। তাদের ত্যাগের ফলে বাংলাদেশবাসী একটি দেশ পেয়েছেন। তাদের সকলকে তিনি গভীর ভাবে শ্রদ্ধা জানাচ্ছেন।
অপরদিকে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এদিন প্রথমবারের মতো আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সৌজন্য সাক্ষাৎকারের উদ্দেশ্যে তার অফিসে আসেন।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলবার্ট এক্কা পার্কটিকে সুন্দর ভাবে সাজানো হয়েছে আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে। তাই এই প্রার্থীকেও তারা ঘুরিয়ে দেখেছেন।

