শিরোনাম
সোম. ডিসে ৮, ২০২৫

আসামে বিদ্যুৎ বিল সমস্যা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত শর্মার নিৰ্দেশ

আসাম নিউজ ডেস্ক: গোটা অসমে বিদ্যুৎয়ের বিলে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎয়ের বিল দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা সাধারণ মানুষের। এরই মাঝে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়নি বলে স্পষ্টিকরণ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে স্ফীত বিদ্যুতের মাসুল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্ৰহকরা।

এ সম্পর্কে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা জানান- নতুন স্মার্ট মিটার লাগানোর পরই এই সমস্যা দেখা দিচ্ছে। সেইসঙ্গে তিনি বিদ্যুতের বিলে বিসংগতি হওয়ার কথাও স্বীকার করেছেন। তিনি জানান- স্মার্ট মিটার এ বিসংগতিপূর্ণ রিডিঙের কারণে গ্ৰাহকরা বেশি বেশি বিল পাচ্ছেন।

তিনি বিষয়টি খতিয়ে দেখতে এবং এর সমাধানে আসাম পাওয়ার ডিসিট্রিবিউশন কোম্পানী (APDCL) কে নিৰ্দেশ দিয়েছেন বলে জানান। উল্লেখ্য যে, চলতি মাসে রাজ্যের বহু গ্ৰাহকেরই বিদ্যুতের বিল অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি এসেছে। ফলে গ্ৰাহকরা হেনস্থার শিকার হয়েছেন।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্ৰকাশ করেছেন। ফেসবুকে একজন লিখেছেন- প্ৰত্যেক মাসে তাঁর বিদ্যুতের বিল আসে ২৫০০ টাকা, কিন্তু এই মাসে তাঁর বিল এসেছে ৭ হাজার ৫০০ টাকা। বিদ্যুতের বিলে এতোটা ব্যাবধান আসায় তিনি হতাশ। খুব শীঘ্ৰই এই সমস্যা সমাধানের দাবি উঠিয়েছেন সকলেই।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *