শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

আসামের চা বাগান ধ্বংস করে বিমানবন্দর স্থাপনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ

ত্রিপুরা নিউজ ডেস্ক: প্রতিবেশী রাজ্য আসামের কাছাড় জেলার সচল ডলু চা বাগানকে ধ্বংস করে গ্রিনফিল্ড নামে একটি বিমানবন্দর স্থাপনের প্রতিবাদ করছে আসাম শ্রমিক মজুর ইউনিয়ন।

এবার এই আন্দোলনে শামিল হল ত্রিপুরা রাজ্যও। শুক্রবার আগরতলায় NTUI এর ত্রিপুরা রাজ্য কমিটি চা বাগানকে নষ্ট করে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্তের বিরোধিতা করে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। কর্মসূচি আহ্বান জানানো হয় অবিলম্বে সরকার যেন বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসে।

পাশাপাশি আরও বলা হয় চা বাগান ধ্বংস করে বিমানবন্দর স্থাপনের বিরোধিতা করার জন্য বিরোধিতা করার জন্য assam র সমাজকর্মী ধরিত্রী শর্মাকে ৫ নভেম্বর আসাম পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসাবাদের নামে এর নামে এখনো তার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাকে মুক্ত করতে হবে এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। যদি চা বাগানে উচ্ছেদ বন্ধ না করা হয় তবে সারা ভারত জোড়ে আন্দোলন শুরু করা হবে বলে হুমকি দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *