শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

করোনা মহামারির জেরে বন্ধ শ্রীনগর সীমান্ত হাট খুলল তিন বছর পর, খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই

ত্রিপুরা নিউজ ডেস্ক: করোনা মহামারির জেরে বন্ধ হয়ে গিয়েছিল ইন্দো-বাংলা সীমান্ত হাট। আজ দীর্ঘ তিনবছর পর সাব্রুমে শ্রীনগর ছাগল নাইয়া সীমান্ত হাট খুলেছে। স্বাভাবিকভাবেই, দুই দেশের মানুষের উপচে পরা ভিড় এবং বাধন ছাড়া উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। এদিন, ফেনী জেলার এডিএম অভিষেক দাস এবং ত্রিপুরায় দক্ষিণ জেলায় এডিএম ধনবাবু রিয়াং সীমান্ত হাট পুণরায় চালু হওয়ার মুহুর্তে উপস্থিত ছিলেন। দুইদেশের ২৭ জন করে ব্যবসায়ী আজ সীমান্ত হাটে পসরা সাজিয়ে বসেছিলেন। সীমান্ত হাট লাগুয়া পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ১২০০ জন করে বাসিন্দা বৈধ পরিচয়পত্র দেখিয়ে হাটে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।

এদিন বেলা ১১টা নাগাদ সীমান্ত হাট শুরু হয়েছে। দুইদেশের ব্যবসায়ীরা নিজ নিজ পণ্য নিয়ে হাটে হাজির হয়েছেন। ওই হাটে বিভিন্ন সামগ্রীর পাশাপাশি প্রচুর পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছও ভালই বিক্রি হয়েছে। জনৈক ক্রেতা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য সীমান্ত হাট দারুন ভূমিকা নেবে। তবে, আরও বেশি সংখ্যায় ক্রেতাদের প্রবেশে অনুমতি দেওয়া হলে দুই দেশের সম্পর্ক অনেকটাই মধুর হবে। ব্যবসায়ীদের মতে, সীমান্ত হাটে বিকিকিনী শুরু হওয়ায় দুই দেশ উপকৃত হবে। পাশাপাশি, ক্রেতা এবং বিক্রেতাগণ লাভবান হবেন।

আজ বিএসএফ এবং বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সীমান্ত হাট পুণরায় চালু হয়েছে। দুইদেশের মানুষের মধ্যে খুশির হওয়া লক্ষ্য করা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *