শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমতেই আক্রান্তের সংখ্যাও কমেছে, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩, সক্রিয় ৫৩

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। অবশ্য করোনার নমুনা পরীক্ষা কমেছে তাই আক্রান্তের খোঁজ কম পাওয়া গেছে বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। দৈনিক সংক্রমণের হার হয়েছে ১.৩০ শতাংশ। কেউ সুস্থ হননি। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ১.৩০ শতাংশ। এদিকে, কেউ সুস্থ হননি। তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫৩ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৭১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০২ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ত্রিপুরা জেলায় ২ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *