ত্রিপুরা নিউজ ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশি জেরায় তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ।
এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ জানিয়েছেন, গতকাল ঊষা বাজার এলাকায় ঘোরাফেরা করার সময় দুইজন সন্দেহ ভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। পুলিশি জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। ধৃত দুইজনের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, তাদের থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ধৃতরা হলেন, বরিশাল জেলার গ্যাসালকান্দির বাসিন্দা শেখ রানা ও গোপাল গঞ্জ জেলার দক্ষিণ গঙ্গারামপুরের বাসিন্দা রাফাজা আক্তার।
পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।