শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

রাবেতায়ে মাদারিস ইসলামিয়া আর্বিয়া ত্রিপুরা বোর্ডের সাংবাদিক সম্মেলন

আগরতলা: ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাবেতায়ে মাদারিস ইসলামিয়া আর্বিয়া ত্রিপুরা বোর্ডের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে। আজ আগরতলা শিবনগরস্থিত গেদু মিয়া মসজিদ কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বোর্ডের জনৈক সদস্য।

দাবিগুলি হল, সর্বভারতীয় রাবেতা বোর্ডের প্রধান কার্যালয় দারুল উলুম দেওবন্দ সম্পর্কে বিশ্বে বিশেষ কয়েকজন জ্ঞানী ও গুণীদের অভিমত সম্পর্কে অবগত করা, শিক্ষার্থীদের জন্য ইউ ডি আই এস সি/ পি ই এন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা হোক।

পাশাপাশি মাদ্রাসায় পড়ানোর জন্য সময়মতো সাধারণ বইয়ের ব্যবস্থা করা হোক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *