শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

আগরতলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি হলেন প্রণব সরকার, রমাকান্ত দে সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আগামী দু বছরের জন্য গঠিত হলো ১১ জন সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের নতুন পরিচালন কমিটি। নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রমাকান্ত দে। এছাড়াও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রা রায়। সহকারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দুজন, অভিষেক দে ও কমল চৌধুরী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রঞ্জন রায়।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত পাঁচজন সদস্য হলেন, মিহির লাল সরকার, অভিষেক দেববর্মা, রঞ্জিত দেববর্মা, সন্তোষ গোপ এবং বিশ্বজিৎ দে। আগরতলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করছেন বরিষ্ঠ আইনজীবী তথা রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী।

উল্লেখ্য, রবিবার সকাল ১১ টায় প্রেসক্লাবে প্রথমেই সম্পন্ন হয়েছে দ্বি বার্ষিক সাধারণ সভা। সভায় প্রেস ক্লাবের বিদায়ী সম্পাদক সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন৷ সম্পাদকীয় প্রতিবেদনের ওপর ক্লাবের নবীন প্রবীণ সকল সদস্যরাই আলোচনায় অংশগ্রহণ করেন।

তারপর আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুর ১টা থেকে নির্বাচন শুরু হয়েছে। ২৩২ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন এদিন। সন্ধ্যায় ভোট গণনার পর ঘোষিত হয় ১১ জন বিজয়ীর নাম।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *