শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

কোভিড আক্রান্ত আরও ১১৪১, সংখ্যা বেড়ে ৩২২২৮, নিহত ৭৯ জন

গুয়াহাটি : তিরিশ হাজারের ঘর শনিবারই অতিক্রম করেছিল। রবিবার নতুন ১,১৪২ জনকে নিয়ে অসমে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,২২৮। আজ রাত নয়টায় টুইট করে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

তাঁর অফিশিয়াল টুইটে এই তথ্য দিয়ে মন্ত্রী জানান, আজকের নতুন আক্রান্তদের মধ্যে গুয়াহাটির ১৭১, কামরূপের ১৮৮ এবং দরং জেলার ১০০ জন রয়েছেন। তবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে মোট ২৩,০৫৫ জনকে সুস্থ বলে ছুটি দেওয়া হয়েছে। তাছাড়া সক্রিয় ৯,০৯১ জনের চিকিত্‍সা চলছে বিভিন্ন হাসপাতালে। এদিকে রাজ্যে কোভিড সংক্রমিত আরও দুজনের আজ মৃত্যু হয়েছে। ফলে করোনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯-এ পৌঁছেছে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা।

আজ যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা যথাক্রমে তিনসুকিয়া জেলার বৈশাখী রায় (৫৩) এবং ডিব্ৰুগড়ের বীরেন্দ্ৰ শাহ (৫০)। নিহত দুজনই ডিব্ৰুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা দুজনের আত্মার চিরশান্তি কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে গতকাল শনিবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে নিয়তির কাছে হার মেনেছেন নগাঁওয়ের জনৈক রঞ্জিত বৈদ্য (৬৫)। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তিনি। এসকেডি / অরবিন্দ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *