আগরতলা: ত্রিপুরায় কোভিড-১৯ আক্রান্তে সুস্থতার হারে বৃদ্ধি হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ দিনের মধ্যে একদিন সুস্থতার হার কিছুটা কমলেও তা প্রতিনিয়ত উঠানামা করে৷ তিনি বলেন, রাজ্যে পরীক্ষার হার বেড়েছে৷ মৃত্যু হার জাতীয় হারের চেয়ে কম এবং সুস্থতার হারও জাতীয় গড়ের চেয়ে বেশি৷ তাঁর দাবি, ত্রিপুরায় প্রতিদিন গড়ে তিন হাজার পরীক্ষা হচ্ছে৷ ত্রিপুরা সরকারও চাইছেন আরও বেশি পরীক্ষা করে করোনা পজিটিভ রোগীদের চিহ্ণিত করা হোক৷
তিনি বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরায় একমাত্র বাড়ি বাড়ি গিয়ে রোগী সনাক্তকরণ ও পরীক্ষার কাজ হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় তিনটি জেলা উত্তর, ধলাই ও গােমতীতে ট্রু-নেট মেশিন চালু করা হয়েছে৷ এদিকে, শিক্ষামন্ত্রী কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্য সবিস্তারে এদিন জানিয়েছেন৷ তিনি বলেন, আজ পর্যন্ত মােট ২ লক্ষ ৩৬ হাজার ৪২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, মােট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৩৭৫ জনের৷ এরমধ্যে পজিটিভ ৮, ১০৯ জন৷ সুস্থ হয়েছেন ৬,০৫২ জন৷ আজ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪১০ জন৷
তাঁর দাবি, বর্তমানে মােট সক্রিয় করোনা রোগী রয়েছেন ১,৯৬৬ জন৷ এখন পর্যন্ত করােনায় মারা গেছেন ৭০ জন৷ তিনি বলেন, ত্রিপুরায় কনটেইনমেন্ট জোন রয়েছে ১১৩টি৷ করোনা আক্রান্ত হােম আইসােলেশনে আছেন ৭৪৯ জন৷ সুস্থতার হার ৭৪.৬৩ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ হাজার ৮৭৯ জনের৷

