শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

সমস্ত রেল ও বিমান যাত্রীদের নমুনা পরীক্ষা বাতিল ত্রিপুরা সরকারের, শুধু করোনা উপসর্গ থাকলেই সংগ্রহ হবে নমুনা

আগরতলা: ত্রিপুরায় রেল এবং বিমানের সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা বাতিল করা হয়েছে। স্বাস্থ্য দফতর এখন তার প্রয়োজনীয়তা বোধ করছে না। তবে, স্ক্রিনিং বন্ধ হবে না। প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে। তাতে করোনা উপসর্গ দেখা দিলে ওই যাত্রীর নমুনা পরীক্ষা করা হবে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ত্রিপুরায় গত কয়েকদিনে রেল এবং বিমান যাত্রীদের করোনা আক্রান্তের সংখ্যা খুবই সামান্য। তাই, প্রত্যেক যাত্রীর নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা নেই। তবে শুধু করোনা-র উপসর্গ রয়েছে এমন যাত্রীদের এখন থেকে নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে এমবিবি বিমানবন্দরের জনসংযোগ আধিকারিক বলেন, প্রত্যেক যাত্রীর নমুনা সংগ্রহে অনেক সময় ব্যয় হয়। এতে যাত্রীরা বিরক্ত হন। তাই ত্রিপুরা সরকার এখন শুধু করোনা উপসর্গ থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এ-ক্ষেত্রে বিমানবন্দরে চিকিত্‍সকদের একটি টিম সর্বক্ষণের জন্য থাকবে। প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করে প্রয়োজনে নমুনা পরীক্ষার ব্যবস্থা করবেন তাঁরা, বলেন তিনি।

প্রসঙ্গত, ত্রিপুরায় শুরুতে ৫:১ অনুপাতে বিমান এবং রেল যাত্রীদের নমুনা পরীক্ষা করা হতো। পরবর্তী সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সমস্ত যাত্রীর নমুনা পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু এখন বিমান এবং রেল যাত্রীদের করোনা আক্রান্তের সংখ্যা কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দীপ / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *