শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

বাংলাদেশ থেকে ২.৫ মেট্রিক টন মাছ এসেছে ত্রিপুরা রাজ্যে

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: বাঙালির প্রধান উৎসব দূর্গোৎসবকে ঘিরে উন্মাদনা রীতিমতো চড়তে শুরু করেছে। এরই মধ্যে বাঙালির রসনা তৃপ্তির জন্য ত্রিপুরার বাজারে চলে এসেছে পদ্মার ইলিশ। মূলত, উৎসবে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ ছাড়া চলে না। আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে অনুভূতি প্রকাশ করার ভাষা খুজে পাওয়া মুশকিল।

এ বিষয়ে আমদানিকারক বিমল রায় জানিয়েছেন, আপাতত ত্রিপুরায় বাংলাদেশ থেকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ আমদানির অনুমতি মিলেছে। আজ বৃহস্পতিবার প্রথম দিনে মাত্র ৭ মেট্রিকটন মাছ আসবে রাজ্যে। আগামীকালও ইলিশ মাছ আসবে রাজ্যে। কিন্তু, আখাউড়া চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে, ২.৫ মেট্রিকটন মাছ এসেছে।

তিনি আরও জানিয়েছেন, এই সময়ে ইলিশের চাহিদাও বেশী থাকে। প্রতি কেজি মাছ অধিক ডলারের বিনিময়ে ক্রয় করা হয়েছে, বলেন তিনি। ফলে এবার পদ্মার ইলিশের দাম চড়া হওয়ায় দূর্গোৎসবের মুহুর্তে বাজারেও বেশি দামেই বিক্রির সম্ভাবনা রয়েছে। বড় মাপের ইলিশ গুলি প্রায় ১৪০০ টাকা দরে বিক্রি হবে বাজারে। ছোট মাপের ইলিশ বিক্রি ১০০০ টাকা দরে বিক্রি হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *